‘উন্নয়নের জন্য ভোট দিতে হবে ধানের শীষে’
- আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, এবার কিন্তু ব্যালটে নৌকা মার্কা থাকবে না, তাই উন্নয়নের স্বার্থে ভোট দিতে হবে ধানের শীষে । এই এলাকার উন্নয়ন করতে ধানের শীষের প্রার্থী কে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। মোশাররফ হোসেন আরো বলেন, আমরা আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস রাখি। কোরানকে এবং আল্লাহর রাসুলকে বিশ্বাস করি। আমরা ধর্মভীরু। আমাদের সাধারণ ভোটারদের দুই টা দল ধর্মের দোহাই দিয়ে ভোট চায়। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ পাখা ও দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি নবী পাবেন ভোট, কিংবা বেহেশতে যাওয়া যায়- ভোটের জন্য এমন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এরা মুসলমান নামের ভন্ড।’ এর থেকে সবাই কে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানান তিনি । মোশাররফ হোসেন আজ রোববার লালুয়ার বানাতি বাজারে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। তিনি এসময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রতিশ্রুতি দেন আগামী দিনে এলাকার সকল ধরনের উন্নয়ন করার।
লালুয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ উপলক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, মহিলা দলের নেত্রী সাবেরা আক্তার কনিকা । সম্মেলনের উদ্বোধক ছিলেন মহিলা দলের নেত্রী সালমা আক্তার লিলি। অন্যতম বক্তা ছিলেন ফাতেমা নাসরিন সীমা।
সভায় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপি নেতা নুরুল হক মুন্সী, রফিকুল ইসলাম মৃধা, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মজিবর প্যাদা প্রমুখ। সম্মেলনকে ঘিরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।



















