ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

সুনামগঞ্জ ৪ আসনে জিওপির প্রার্থী তিমনের মোটরসাইকেল শোভাযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সওগাত উছমানী চৌধুরী (তিমন) এর সমর্থনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী মিছিল। গতকাল বুধবার বিকেলে মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রায় হাজারো মোটরসাইকেল আরোহীর ঢল নেমে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকপয়েন্ট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী সওগাত উছমানী চৌধুরী (তিমন)। পরে পুনরায় মল্লিকপুর এলাকায় গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।
শোডাউন জুড়ে নেতাকর্মীরা “ট্রাক মার্কায় ভোট দিন” এই আহ্বান জানিয়ে ভোটারদের মাঝে গণঅধিকার পরিষদের তিন মূল আদর্শ, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ-উপস্থাপন করেন। তরুণদের বিপুল উপস্থিতি, স্লোগান আর উৎসবমুখর আনন্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এর আগে শোভাযাত্রাটি সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে শহরে প্রবেশ করে। পথে পথে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি রূপ নেয় এক ব্যতিক্রমী গণসমাবেশে। বকপয়েন্ট চত্বরে দেওয়া বক্তব্যে সওগাত উছমানী চৌধুরী (তিমন) বলেন,
“ভিপি নূর রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে ৩৫ বার হামলার শিকার হয়েছেন, তবুও পিছু হটেননি। কোটা আন্দোলন থেকে ২০২৪ সালের জুলাই আন্দোলন গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশবাসী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। ১৯৭১ ও ২০২৪ সালের শহিদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার ফেরানো এবং জাতীয় স্বার্থ রক্ষাই আমাদের অঙ্গীকার। আপনারা ‘ট্রাক’ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আল্লাহর রহমতে পরিবর্তনের পথে আমরা এগিয়ে যাবো।” এসময় উপস্থিত ছিলেন, জিওপি সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক এম এস মাসুম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন শান্ত, শ্রমিক অধিকার পরিষদ জেলা সভাপতি মুজাহিদ আলী, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, আমির উদ্দিন, জেবুল মিয়া, সবুজ মিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। স্থানীয় প্রবীণ, তরুণ ভোটার, ব্যবসায়ী, কৃষকসহ নানা পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি পরিণত হয় এক প্রাণবন্ত গণমহড়ায়। তারা জানান, পরিবর্তন ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রত্যাশায় তারা জিওপি প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন। আয়োজকরা সবার শান্তি, নিরাপত্তা ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করে দেশের মঙ্গল কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জ ৪ আসনে জিওপির প্রার্থী তিমনের মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সওগাত উছমানী চৌধুরী (তিমন) এর সমর্থনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী মিছিল। গতকাল বুধবার বিকেলে মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রায় হাজারো মোটরসাইকেল আরোহীর ঢল নেমে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকপয়েন্ট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী সওগাত উছমানী চৌধুরী (তিমন)। পরে পুনরায় মল্লিকপুর এলাকায় গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।
শোডাউন জুড়ে নেতাকর্মীরা “ট্রাক মার্কায় ভোট দিন” এই আহ্বান জানিয়ে ভোটারদের মাঝে গণঅধিকার পরিষদের তিন মূল আদর্শ, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ-উপস্থাপন করেন। তরুণদের বিপুল উপস্থিতি, স্লোগান আর উৎসবমুখর আনন্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এর আগে শোভাযাত্রাটি সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে শহরে প্রবেশ করে। পথে পথে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি রূপ নেয় এক ব্যতিক্রমী গণসমাবেশে। বকপয়েন্ট চত্বরে দেওয়া বক্তব্যে সওগাত উছমানী চৌধুরী (তিমন) বলেন,
“ভিপি নূর রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে ৩৫ বার হামলার শিকার হয়েছেন, তবুও পিছু হটেননি। কোটা আন্দোলন থেকে ২০২৪ সালের জুলাই আন্দোলন গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশবাসী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। ১৯৭১ ও ২০২৪ সালের শহিদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার ফেরানো এবং জাতীয় স্বার্থ রক্ষাই আমাদের অঙ্গীকার। আপনারা ‘ট্রাক’ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আল্লাহর রহমতে পরিবর্তনের পথে আমরা এগিয়ে যাবো।” এসময় উপস্থিত ছিলেন, জিওপি সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক এম এস মাসুম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন শান্ত, শ্রমিক অধিকার পরিষদ জেলা সভাপতি মুজাহিদ আলী, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, আমির উদ্দিন, জেবুল মিয়া, সবুজ মিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। স্থানীয় প্রবীণ, তরুণ ভোটার, ব্যবসায়ী, কৃষকসহ নানা পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি পরিণত হয় এক প্রাণবন্ত গণমহড়ায়। তারা জানান, পরিবর্তন ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রত্যাশায় তারা জিওপি প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন। আয়োজকরা সবার শান্তি, নিরাপত্তা ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করে দেশের মঙ্গল কামনা করেন।