ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

কেশবপুরে বাড়ি মালিক সমিতির সঙ্গে ইউএনও মতবিনিময়

পৌর সেবার মানোন্নয়নে সহযোগিতার প্রত্যাশা প্রশাসকের

কেশবপুর ( যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে

Oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুর পৌরসভার সার্বিক সেবা সহজতর ও নাগরিক সুবিধা বৃদ্ধিকে কেন্দ্র করে পৌর বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেকসোনা খাতুন।
সভায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান। সহ নেতৃবৃন্দরা পৌর এলাকার করনীতি, পানির বিল, নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সহ পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। মতবিনিময়কালে ইউএনও রেকসোনা খাতুন বলেন, পৌরসভার সার্বিক উন্নয়ন একটি সমন্বিত প্রক্রিয়া। প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ ও বাড়ি মালিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।কর পরিশোধের মাধ্যমে পৌরসভার আয়ের খাত সমৃদ্ধ হলে উন্নয়ন কাজ আরও গতিশীল হবে। তিনি পৌর বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
সভায় উপস্থিত সমিতির নেতৃবৃন্দ পৌরসভার বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র তুলে ধরে বলেন, কর ও পানির বিল সংক্রান্ত জটিলতা নিরসন হলে জনগণের ভোগান্তি কমবে। তারা ইউএনওর কাছে সেবার মান বাড়াতে নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। বিশেষ করে পানি সরবরাহের মান, রাস্তার রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং হোল্ডিং ট্যাক্সের প্রক্রিয়া সহজীকরণ বিষয়গুলোকে গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম শহিদ, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ হারুনার রশীদ বুলবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু তালেব, প্রদীপ কুমার মোদক মানিক, মোঃ মনিরুজ্জামান মনো, মোঃ ইউসুফ আলী, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে উভয় পক্ষই পৌরসভার উন্নয়ন ও সেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং পৌর এলাকা হবে আরও বসবাসযোগ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেশবপুরে বাড়ি মালিক সমিতির সঙ্গে ইউএনও মতবিনিময়

পৌর সেবার মানোন্নয়নে সহযোগিতার প্রত্যাশা প্রশাসকের

আপডেট সময় :

যশোরের কেশবপুর পৌরসভার সার্বিক সেবা সহজতর ও নাগরিক সুবিধা বৃদ্ধিকে কেন্দ্র করে পৌর বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেকসোনা খাতুন।
সভায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান। সহ নেতৃবৃন্দরা পৌর এলাকার করনীতি, পানির বিল, নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সহ পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। মতবিনিময়কালে ইউএনও রেকসোনা খাতুন বলেন, পৌরসভার সার্বিক উন্নয়ন একটি সমন্বিত প্রক্রিয়া। প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ ও বাড়ি মালিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।কর পরিশোধের মাধ্যমে পৌরসভার আয়ের খাত সমৃদ্ধ হলে উন্নয়ন কাজ আরও গতিশীল হবে। তিনি পৌর বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
সভায় উপস্থিত সমিতির নেতৃবৃন্দ পৌরসভার বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র তুলে ধরে বলেন, কর ও পানির বিল সংক্রান্ত জটিলতা নিরসন হলে জনগণের ভোগান্তি কমবে। তারা ইউএনওর কাছে সেবার মান বাড়াতে নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। বিশেষ করে পানি সরবরাহের মান, রাস্তার রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং হোল্ডিং ট্যাক্সের প্রক্রিয়া সহজীকরণ বিষয়গুলোকে গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম শহিদ, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ হারুনার রশীদ বুলবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু তালেব, প্রদীপ কুমার মোদক মানিক, মোঃ মনিরুজ্জামান মনো, মোঃ ইউসুফ আলী, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে উভয় পক্ষই পৌরসভার উন্নয়ন ও সেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং পৌর এলাকা হবে আরও বসবাসযোগ্য।