বায়ুদূষণের ঢাকায় ধূলিঝড়, বৃষ্টিতে স্বস্তি
- আপডেট সময় : ৪০১ বার পড়া হয়েছে
বিকাল সাড়ে তিনটা নাগাদ হঠাৎ মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। আকাশে বিকট শব্দ। তারপরই শুরু হয় ধূলিঝড়। মুহুর্তে ধূলাময় হয়ে ওঠে ঢাকা।
ফাঁকা ঢাকায় রাস্তার ধূলা-ময়লার স্তুপ জমে ওঠে। এমনিতেই ঢাকা এখন ঝঞ্জালের শহরে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই বায়ুদূষণের পরিস্থিতি বিপদজনক অবস্থায় পৌঁছায়।
বাড়িঘর, অফিস-আদালত, খাবার হোটেল পথের ধূলা-ময়লায় ছয়লাব হয়ে যায়। সিটি কর্পোরেশনের তরফে রাস্তায় পানি ছিটানোর কথা থাকলেও তা নিয়ম মফিক হচ্ছে না। ফলে ঢাকা এখন ধূলোময়লার শহরে পরিণত হয়েছে।
স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) গবেষণায় বলা হয়েছে, মঙ্গরবার (১৬ এপ্রিল) ৯ বছরের মধ্যে বায়ুদূষণ সর্বোচ্চ পর্যায়ে পৌছে। ক্যাপস প্রতিদিন বায়ুদূষণের অবস্থা পর্যবেক্ষণ করে থাকে।
বিশ্বের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) গত ৯ বছরের (২০১৬ থেকে ২০২৪) মোট ৭৫ দিনের (দুই ঈদের মোট ১৫ দিন এবং ঈদের আগের এবং পরের মোট ৬০ দিন) উপাত্ত বিশ্লেষণ করেছে ক্যাপস।
ক্যাপসের গবেষণায় বলা হয়েছে, গত ৯ বছর ঈদের দিনগুলোতে গড় বায়ুমান সূচক ছিল ১০১। এর মধ্যে গত ৯ বছরের মধ্যে এবারের ঈদুল ফিতরের সময় (৫ দিনের) গড় বায়ুমান সূচক সবচেয়ে বেশি ছিল। এ সময় গড় বায়ুমান সূচক ছিল ১৯০। আর সবচেয়ে কম ছিল ২০১৬ সালে—৬৭। ২০২৩ সালের ১০ দিনের বায়ুমান সূচক ছিল ১১৪। গত বছরেও এপ্রিলে ঈদ হয়েছিল। কিন্তু গতবারের তুলনায় এবারের বায়ুদূষণ পরিস্থিতি খারাপ হয়েছে।


























