সংবাদ শিরোনাম ::
যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় করুন : প্রধানমন্ত্রীর

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে
যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় করার আহ্বান হানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুদ্ধে অস্ত্র ও অর্থ ব্যয় না করে সে টাকা জলবায়ু পরিবর্তনে ব্যয় করা হলে বিশ্ব রক্ষা পেতো।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এ জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা।
সোমবার (২২ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান শূন্য দশমিক ৪৮ শতাংশের কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।