৯ মে থেকে হজ ফ্লাইট শুরু, চট্টগ্রাম থেকে ১৪ মে

- আপডেট সময় : ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
চলতি মৌসুমের হজ ফ্লাইট শুরু হচ্ছে ৯ মে। এদিন ঢাকা থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাবেন ৮৩ হাজার ২০২ জন। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পালিত হজ পালনের আশা। একমাস আগে থেকে শুরু হয় হজ ফ্লাইট। তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ শেষ করে থাকে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এবছর বন্দর নগরী থেকে প্রথম হজ ফ্লাইট ১৪ মে। এই ফ্লাইটে মদিনা যাবেন ৪১৯ জন হজযাত্রী। এদিন ভোররাত ৩টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।
হজ যাত্রীদের জন্য সুবিধায় চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট। ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে।
বিমানের চট্টগ্রাম ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন সংবাদমাধ্যমকে জানান, ১৪ মে ভোররাত ৩টা ৫০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট যাত্রা শুরু করবে।