ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আজিজ-বেনজীরের পদায়ন মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে: কাদের

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৪৩ বার পড়া হয়েছে

বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ আওয়ামী লীগের লোক নন। তাদের যোগ্যতা ও সিনিয়রিটির ভিত্তিতেই সেনাপ্রধান ও আইজিপি হয়েছে।

এখন ভেতরে তারা যদি কোনও অপকর্ম করে, এটা যখন সরকারের কাছে আসে তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার রয়েছে।

মঙ্গলবার (৪ জুন) তেজগাঁওয় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৬ দফা দিবস এবং ২৩ জুন আওয়ামী লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে প্রতিনিধি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় সাবেক পুলিশ প্রধান ও সেনাপ্রধানকে নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। সিঙ্গাপুর থেকে কোকোর (আরাফাত রহমান কোকো) টাকার একটা অংশ আনতে পেরেছি। এফবিআই ঢাকায় এসে তারেকের (তারেক রহমান) বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেছে।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে লক্ষ্য করেছি, বিরোধীদল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, অর্থপাচারের বিরিদ্ধে কথা বলছে। অথচ বিএনপির প্রধান দুর্নীতির অভিযোগে সাজা ভোগ করছে। প্রধানমন্ত্রীর উদারতায় বাসায় চিকিৎসা নিচ্ছেন। প্রধানমন্ত্রী নিজেই এটা করেছেন। বিএনপি আন্দোলন করতে পারেনি, তাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি। হেরে যাওয়ার ভয়ে নির্বাচনেও অংশ নেয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজিজ-বেনজীরের পদায়ন মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে: কাদের

আপডেট সময় :

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ আওয়ামী লীগের লোক নন। তাদের যোগ্যতা ও সিনিয়রিটির ভিত্তিতেই সেনাপ্রধান ও আইজিপি হয়েছে।

এখন ভেতরে তারা যদি কোনও অপকর্ম করে, এটা যখন সরকারের কাছে আসে তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার রয়েছে।

মঙ্গলবার (৪ জুন) তেজগাঁওয় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৬ দফা দিবস এবং ২৩ জুন আওয়ামী লীগের ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে প্রতিনিধি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় সাবেক পুলিশ প্রধান ও সেনাপ্রধানকে নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। সিঙ্গাপুর থেকে কোকোর (আরাফাত রহমান কোকো) টাকার একটা অংশ আনতে পেরেছি। এফবিআই ঢাকায় এসে তারেকের (তারেক রহমান) বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেছে।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে লক্ষ্য করেছি, বিরোধীদল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, অর্থপাচারের বিরিদ্ধে কথা বলছে। অথচ বিএনপির প্রধান দুর্নীতির অভিযোগে সাজা ভোগ করছে। প্রধানমন্ত্রীর উদারতায় বাসায় চিকিৎসা নিচ্ছেন। প্রধানমন্ত্রী নিজেই এটা করেছেন। বিএনপি আন্দোলন করতে পারেনি, তাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি। হেরে যাওয়ার ভয়ে নির্বাচনেও অংশ নেয়নি।