সংবাদ শিরোনাম ::
যানজটের পুরানো চেহারায় ফিরেছে ঢাকা

গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ৩৪৯ বার পড়া হয়েছে
যানজটের পুরানো চেহারায় ফিরেছে ঢাকা। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকেই বিভিন্ন স্থানে প্রচন্ড যানজট সৃষ্টি হয়।
ঈদের সপ্তাহ পর আজ বৃহস্পতিবার ঢাকা ছিলো পুরানো চেহারায়। শুক্র-শনিবার দুই দিন সরকারি ছুটি। রোববার (৩০জুন) থেকে প্রকট যানজটের নগরীতে পরিণত হবে ঢাকা।
গত ১৭ জুন উদযাপিত হয় ঈদুল আযাহা। ঈদে সরকারি নির্ধারিত ছুটি ছিলো ১৬-১৮ জুন। কিন্তু পুরো এক সপ্তাহ ঢাকা ছিলো প্রায় ফাঁকা। সরকারি ছুটির দুদিন পর অর্থাৎ ২১-২২ শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি।
এসব মিলিয়ে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছেড়ে যায়। ঈদ শেষে শুক্র-শনিবার ঢাকা ছেড়ে মানুষ ফিরে আসবে। আগামী রোববার (১ জুলাই) থেকে রাজধানী ঢাকা ফিরবে যাবে পুরানো চেহারায়।
নিত্যসঙ্গী যানজট-জনজট, কর্মঘন্টা নষ্ট থেকে শুরু করে সুবিধা-অসুবিধা নিয়ে বসবাস করবেন লাখো মানুষ। হাজারো সমস্যার মধ্যে থেমে থাকবে মানুষের পথ চলা।