ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ইন্টারনেটের ধীরগতি: বেনাপোলে আমদানি-রফতানি বিঘ্নিত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

চারদিন বন্ধ থাকার পর বেণাপোল স্থল বন্দর কার্যক্রম শুরু হয়। কিন্তু ইন্টারনেটের ধীরগতির কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।

এর আগে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শনিবার (২০ জুলাই) থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে।

আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চারদিন বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকে।

ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে দু’দেশের মধ্যে কার্যক্রম চালু হলেও ইনটারনেটের ধীর গতির কারণে তেমনভাবে কাজ করতে পারছেন না বন্দর ব্যবহারকারীরা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম সংবাদমাধ্যমকে বলেন, বন্দরে পণ্য লোড আনলোড চলছে। যারা পণ্য খালাস নিতে চাচ্ছে তাদের জরুরি ভিত্তিতে খালাস দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

অন্যান্য দিনের তুলনায় খালাস কম। বন্দরে ট্রাক সংকটও রয়েছে। বন্দরে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যেকোনো মূল্যে বেনাপোল স্থলবন্দর সচল রাখতে সবার সহযোগিতা কামনা করেছে যশোর জেলা প্রশাসন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইন্টারনেটের ধীরগতি: বেনাপোলে আমদানি-রফতানি বিঘ্নিত

আপডেট সময় :

 

চারদিন বন্ধ থাকার পর বেণাপোল স্থল বন্দর কার্যক্রম শুরু হয়। কিন্তু ইন্টারনেটের ধীরগতির কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।

এর আগে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শনিবার (২০ জুলাই) থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে।

আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চারদিন বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকে।

ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে দু’দেশের মধ্যে কার্যক্রম চালু হলেও ইনটারনেটের ধীর গতির কারণে তেমনভাবে কাজ করতে পারছেন না বন্দর ব্যবহারকারীরা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম সংবাদমাধ্যমকে বলেন, বন্দরে পণ্য লোড আনলোড চলছে। যারা পণ্য খালাস নিতে চাচ্ছে তাদের জরুরি ভিত্তিতে খালাস দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

অন্যান্য দিনের তুলনায় খালাস কম। বন্দরে ট্রাক সংকটও রয়েছে। বন্দরে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যেকোনো মূল্যে বেনাপোল স্থলবন্দর সচল রাখতে সবার সহযোগিতা কামনা করেছে যশোর জেলা প্রশাসন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ আহ্বান জানান।