ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

সেন্টমার্টিনে ট্রলারডুবি, নিখোঁজ তিন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এক জেলেকে পাওয়া যাচ্ছে না। পরে ওই জেলেকে স্পিডবোট নিয়ে খুঁজতে গিয়ে স্পিডবোটসহ দুজন নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে গোলারচর সাগরে ঝড়ের কবলে পড়ে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে আশপাশের ট্রলারের লোকজন এসে ডুবে যাওয়া ট্রলারের ১১ জন মাঝিমাল্লাকে উদ্ধার করেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মো. সাদ্দামের মালিকানাধীন ট্রলারটি টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে বিভিন্ন নিত্যপণ্য বহন করে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রলারটি ডুবে যায়।

এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে সেন্টমার্টিনের ৯ নং ওয়ার্ড দক্ষিণপাড়ার নুর মোহাম্মদ শওকত ও একই এলাকার মোহাম্মদ ফাহাদ শাহিন এবং ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল স্পিডবোটসহ নিখোঁজ রয়েছেন।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, ১২ জেলে ও মাঝিমাল্লা ট্রলারটি নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখন সাগরে প্রবল ঢেউয়ের তোড়ে সেটি ডুবে যায়। স্থানীয় জেলেরা নৌকা নিয়ে ১১ জনকে উদ্ধার করে। কিন্তু নিখোঁজ একজনকে খুঁজতে গিয়ে মোট তিন জন নিখোঁজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেন্টমার্টিনে ট্রলারডুবি, নিখোঁজ তিন

আপডেট সময় :

 

টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এক জেলেকে পাওয়া যাচ্ছে না। পরে ওই জেলেকে স্পিডবোট নিয়ে খুঁজতে গিয়ে স্পিডবোটসহ দুজন নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে গোলারচর সাগরে ঝড়ের কবলে পড়ে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে আশপাশের ট্রলারের লোকজন এসে ডুবে যাওয়া ট্রলারের ১১ জন মাঝিমাল্লাকে উদ্ধার করেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মো. সাদ্দামের মালিকানাধীন ট্রলারটি টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে বিভিন্ন নিত্যপণ্য বহন করে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রলারটি ডুবে যায়।

এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে সেন্টমার্টিনের ৯ নং ওয়ার্ড দক্ষিণপাড়ার নুর মোহাম্মদ শওকত ও একই এলাকার মোহাম্মদ ফাহাদ শাহিন এবং ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল স্পিডবোটসহ নিখোঁজ রয়েছেন।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, ১২ জেলে ও মাঝিমাল্লা ট্রলারটি নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখন সাগরে প্রবল ঢেউয়ের তোড়ে সেটি ডুবে যায়। স্থানীয় জেলেরা নৌকা নিয়ে ১১ জনকে উদ্ধার করে। কিন্তু নিখোঁজ একজনকে খুঁজতে গিয়ে মোট তিন জন নিখোঁজ।