সংবাদ শিরোনাম ::
নাশকতার এক মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ৪৯৮ বার পড়া হয়েছে
১০টি মামলায় তিনি জামিন পেলেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নাশকতার এক মামলায় জামিন পেয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।
এখনও পর্যন্ত মির্জা আব্বাসের বিরুদ্ধে গত ২৮ অক্টোবরের পর করা ১১টি মামলার মধ্যে ১০টি মামলায় তিনি জামিন পেলেন।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আরও একাধিক মামলায় গ্রেপ্তার রয়েছেন মির্জা আব্বাস। সেই মামলায় জামিন পেলেই কারামুক্ত হতে পারবেন। আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।
প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
























