সংবাদ শিরোনাম ::
তলিয়ে গেছে সড়ক, সাজেকে আটকা পড়েছে চার শতাধিক পর্যটক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
রাঙামাটির ভূস্বর্গখ্যাত সাজেকের সড়ক পানিতে তলিয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তাতে করে সাজেকে আটকা পড়েছে প্রায় চার শতাধিক পর্যটক। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার শুক্রবার (২ জুলাই) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা গেছে, টানা বর্ষণে খাগড়াছড়ি জেলার দীঘিনালার কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের রাস্তা ডুবে গেছে। ফলে সাজেক যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সহসভাপতি জয় ত্রিপুরা সাংবাদমাধ্যমকে জানান, শুক্রবার রাতে প্রায় ৪০০ পর্যটক সাজেকে রয়েছেন। বানের জলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় তারা আটকা পড়েছেন। সড়ক থেকে পানি নেমে গেলে তারা ফিরতে পারবেন।
তিনি আরও বলেন, যদি পানি সরে না যায়, তাহলে পর্যটকরা রুম সার্ভিস বাবদ ১৫০০ টাকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকতে পারবেন।