সংবাদ শিরোনাম ::
সর্বাত্মক অসহযোগ কর্মসূচী, সিএমএম আদালত বন্ধ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১২:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে
পুরান ঢাকায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে সিএমএম আদালতে কার্যক্রম বন্ধ রাখার খবর পাওয়া গেছে।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় লাঠি হাতে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করে তারা।
পরে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। রায়সাহেব বাজারে যাওয়ার সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে।
শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছে।