ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের গাড়ি

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৪৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

আর মাত্র সাড়ে তিন ঘন্টা। তারপরই বাংলাদেশের মানুষের অপেক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে। বিমান বন্দর থেকে গুলশানের বাসভবনে পৌছানোর পর হাজারো জনতা তাকে হর্ষধ্বনি নিয়ে অভিনন্দন জানান। রাত ৮টা ৩০ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ হতে যাচ্ছে। এই সরকারের যারা উপদেষ্টা হবেন, তাদের “ই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে২২টি নতুন গাড়ি। যদিও ১৫জনের বেশি উপদেষ্টা হচ্ছেন না, তারপরও ২২টি গাড়ি কেন তৈরিুাখা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।

রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শেখ হাসিনার সরকার পতনের পর তিনদিনের মাথায় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি গাড়ি। বৃহস্পতিবার পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।

বিলুপ্ত মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। এ মুহূর্তে ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছে ১২টি গাড়ি। পরবর্তী সময়ে এসব গাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির কার্যালয়ে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ অত্যাধুনিক সিরিজের গাড়ি।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যারা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন গাড়িগুলো তাদের আনতে বাড়িতে যাবে। এরপর তাদের শপথের জন্য বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।

গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগ করার পর অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের গাড়ি

আপডেট সময় : ০৪:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

 

আর মাত্র সাড়ে তিন ঘন্টা। তারপরই বাংলাদেশের মানুষের অপেক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে। বিমান বন্দর থেকে গুলশানের বাসভবনে পৌছানোর পর হাজারো জনতা তাকে হর্ষধ্বনি নিয়ে অভিনন্দন জানান। রাত ৮টা ৩০ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ হতে যাচ্ছে। এই সরকারের যারা উপদেষ্টা হবেন, তাদের “ই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে২২টি নতুন গাড়ি। যদিও ১৫জনের বেশি উপদেষ্টা হচ্ছেন না, তারপরও ২২টি গাড়ি কেন তৈরিুাখা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।

রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শেখ হাসিনার সরকার পতনের পর তিনদিনের মাথায় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি গাড়ি। বৃহস্পতিবার পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।

বিলুপ্ত মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। এ মুহূর্তে ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছে ১২টি গাড়ি। পরবর্তী সময়ে এসব গাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির কার্যালয়ে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ অত্যাধুনিক সিরিজের গাড়ি।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যারা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন গাড়িগুলো তাদের আনতে বাড়িতে যাবে। এরপর তাদের শপথের জন্য বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।

গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগ করার পর অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হবে।