সংবাদ শিরোনাম ::
২৫ আগস্ট থেকে চালু চলতে পারে মেট্রোরেল

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৩৩৯ বার পড়া হয়েছে
রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু হবে এমন আশা প্রকাশ করেন মেট্রোরেল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ আগস্ট) মেট্রোরেলের কর্মচারীরা নিজ নিজ কাজে যোগ দিয়েছেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক ঢাকার জাতীয় প্রেসক্লাবের মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। এর পাশাপাশি বন্ধ দুটো স্টেশনের কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দেন সচিব।
এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।