সংবাদ শিরোনাম ::
পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট: অর্থ উপদেষ্টা
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ৩৭৪ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ৫, ১০ ও ২০ টাকার নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো পরিবর্তন করা হবে।
সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন।
এসময় অর্থ উপদেষ্টা বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। দেশের মানুষকে যত্নে রেখে মুদ্রা ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন।


























