সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২২ জুন ২০২২ সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘মেঘ মেদুর বরষায়’ শীর্ষক কবি ও কবিতার বৈঠক এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও একাডেমির সম্মানিত সচিব মো. আছাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক শ্যাম সুন্দর সিকদার ও আসাদ মান্নান এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক নাসির আহমেদ। একাডেমির সচিব ও বিশিষ্ট কবি মো. আছাদুজ্জামান স্বাগত বক্তব্যের পর সিলেটবাসীর বর্তমান দুঃসহ জীবন নিয়ে কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানের সূচনা করেন।
এ জাতীয় আরো খবর..