আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বিগত পাঁচ মাস ধরে চলছে এই যুদ্ধ। যুদ্ধবিধ্বস্ত গোটা ইউক্রেনে এখন শুধুই স্বজন হারানোর হাহাকার, ধ্বংসস্তূপ আর পোড়া বারুদের গন্ধ। যেন বিপর্যস্ত জনজীবন। ছন্নছাড়া সেখানকার বাসিন্দারা।
কিন্তু, এর মধ্যেই বিখ্যাত মাসিক ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন ‘ভোগের’ ‘ডিজিটাল কভার’-এ সস্ত্রীক দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক, যা মনে করিয়ে দিচ্ছে সম্রাট নিরোকে। রোম পুড়ছে, সম্রাট নিরো বেহালা বাজাচ্ছেন। জেলেনস্কির এই ঘটনাও ঠিক যেন সম্রাট নিরোর ওই ঘটনার পুনরাবৃত্তি।
দেশের চরম দুঃসময়ে স্ত্রী ওলেনার সঙ্গে ম্যাগাজিনের অনলাইন সংস্করণের প্রচ্ছদের জন্য হাসিমুখে ছবি তুলেছেন জেলেনস্কি। স্বভাবতই, এই প্রচ্ছদ ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়ে গিয়েছে। সমালোচনায় একেবারে জর্জরিত জেলেনস্কি।
এ জাতীয় আরো খবর..