খায়রুল আলম সুমন, সিলেট ব্যুরো : সিলেট কোতোয়ালী থানার আওতাধীন বাঘবাড়ি পয়েন্টে ৯৯৯'র সংবাদের ভিত্তিতে নিলুফা মনি (৭) নামের একটি বাচ্চাকে উদ্ধার করে অবিভাবকের হাতে তুলে দিল পুলিশ। সিলেট কোতোয়ালী মডেল থানার আওতায় ১৫ আগস্ট সোমবার ভোরে একটি ৫/৭ বছরের বাচ্চা বাঘবাড়ি পয়েন্টে একটি ৫ম তলা ভবনের সামনে দাড়িয়ে কাঁদতে থাকলে ওই ভবনের বসবাসরত একজন ভদ্রলোক ৯৯৯ এ টেলিফোনে দিলে সাথে সাথে সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ লামাবাজার পাড়ির দায়িত্বরত অফিসার এসআই এএইচএম রাশেদ ফজলকে নির্দেশ দিলে তখন রাত্রী কালীন সিয়ারা-৫ এর পুলিশ অফিসার এএসআই নাজমুলকে অবগত করলে নাজমুল সাথে সাথে ওই বাচ্চাটিকে উদ্ধার করেন। পরে সিলেট কোতোয়ালী থানার আওতাধীন লামাবাজার পুলিশ এসআই এএইচএম রাশেদ ফজল ও এএসআই নাজমুল সারাদিন সিলেট এসএমপি'র বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাচ্চাটির বাবা, ভাই ও আত্মীয় স্বজনদের ঠিকানা সংগ্রহ করেন।
পরে তাদেরকে লামাবাজার পুলিশ ফাঁড়িতে এনে ওই ফাঁড়ির দায়িত্বরত পুলিশ অফিসার এসআই এএইচএম রাশেদ ফজল বাচ্চাটিকে তার বাবার নিকট সমজিয়া দেন। হারিয়ে যাওয়া বাচ্চাটি টিকানা ছিল সিলেট এসএমপি'র গোপাল, হাওলাদার পাড়া, জালালবাদ থানার আলী হোসের মেয়ে নিলুফা মনি (৭)। সুত্রে জানা যায় নিলুফা মনি (৭) হটাৎ করে ওই দিন ভোরে খেলার পুতুল নিয়ে রাগ করে বাসা থেকে বেরিয়ে পড়ে। পরে মেয়েটিকে বাঘবাড়ি পয়েন্টের ৫ তলা ভবনের সামনে অনেক্ক্ষণ দাঁড়িয়ে থাকা দেখা গেলে ওই ভবনের বসবাসরত ৪/৫ জন লোক ৯৯৯ এ ফোন করলে পরে সেখান থেকে উদ্ধার করে এসএমপি'র কোতোয়ালী মডেল থানা।
এ জাতীয় আরো খবর..