×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২২-০৯-০১
  • ৩৮১ বার পঠিত
কোর্ট রিপোর্টার : বিদেশে পাচার অর্থ ফেরত আনতে একটি গবেষণা সেল গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার (৩১ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাসকে গবেষণা সেলটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।

একইসঙ্গে আগামী ২৬ অক্টোবরের মধ্যে অগ্রগতি প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। এর আগে, সুইস ব্যাংকে টাকা পাচারকারীদের বিষয়ে দেওয়া প্রতিবেদনে নাম ও পদবি ছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জমা দেওয়ায় বিএফআইইউ প্রধানকে তলব করে হাইকোর্ট। পরে বিষয়টি নিয়ে তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে উদ্দেশ্য করে আদালত বলেন, একেবারে দায়সারাভাবে প্রতিবেদনটি আদালতে জমা দিয়েছেন। আপনি আজ দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইছেন। আমরা এবার ক্ষমা করছি। কিন্তু ভবিষ্যতের জন্য আপনাদের সতর্ক হতে হবে। হাইকোর্ট আরও বলেন, মানি লন্ডারিংয়ের মতো অপরাধ এ দেশ থেকে কমাতেই হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat