×
  • প্রকাশিত : ২০২২-০৯-১৯
  • ৪৩৬ বার পঠিত
চট্টগ্রাম ব্যুরো : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, মিথ্যা ও সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়নি, দেশের গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামা ওবায়েদ, তাবিথ আউয়ালসহ জাতীয় নেতা ও কর্মীদের ওপর  হামলা হয়েছে। কিন্তু হামলা মামলা করে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না। সারাদেশে বিএনপির কর্মসূচিতে পুলিশ গুলিবর্ষণ ও আওয়ামীলীগৈর হামলার প্রতিবাদে রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় চত্বরে উত্তর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বক্তব্যে এ কথা বলেন। বিএনপি নেতা শামীম আরো বলেন, অতীতের মতো বর্তমান নির্বাচন কমিশনও অবৈধ সরকারের আজ্ঞাবহ। তাই আওয়ামী লীগের রূপরেখা অনুযায়ী নির্বাচনী রোডম্যাপ ও ইভিএমে নির্বাচন করার ঘোষণা করেছে। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে দেশে কোন নির্বাচন হবে না। তিনি অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীর মুক্তির দাবি জানান তিনি।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাহউদ্দীনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, ছালাউদ্দীন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, সরোয়ার আলমগীর, জসিম উদ্দীন সিকদার, আযম খান, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ফজল বারেক, যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরওয়ার উদ্দীন সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল, মহিলা দলের সভানেত্রী নার্গিস আক্তার, ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, মৎস্যজীবী দলের সভাপতি সফিউর রহমান চৌধুরী ও ওলামাদলের সভাপতি মাওলানা জমির উদ্দীন প্রমুখ।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat