×
সদ্য প্রাপ্ত:
শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো স্ক্র্যাপ বিক্রি বন্ধ করে দিয়েছে ফুলছড়ির উদাখালীতে ২০ মিটার আরসিসি' গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী একসঙ্গে ইউক্রেনের ৬ শহরে রাশিয়ার হামলা হিজাব পরা নারীদের সম্মানে বিশ্বের ‘প্রথম’ ভাস্কর্য যুক্তরাজ্যে গুরুতর জনস্বাস্থ্য সংকটের মুখে ইউরোপ মেসির ফেরার ম্যাচ জয়ে রাঙাল মায়ামি রাজকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি: পরীমণি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে : কৃষিমন্ত্রী নিকলীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৩৯১ বার পঠিত
স্টাফ রিপোর্টার : সাফ চ্যাম্পিয়নশিপের পাঁচ ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের জালে দিয়েছে ২৩ গোল। কিন্তু হজম করেছে মাত্র এক গোল। কম গোল খাওয়া এবং ফাইনালে অসাধারণ নৈপুণ্যের কারণে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা। কৃতি এই গোলরক্ষক উঠে এসেছেন রাঙ্গামাটির প্রত্যন্ত গ্রাম থেকে। যে বাড়িতে রুপনা বড় হয়ে উঠেছেন, সেই ভাঙা বাড়ির ছবি সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি নজরে পড়তেই তৎপর স্থানীয় প্রশাসন। রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রুপনার বাড়িতে গিয়ে তার মায়ের হাতে তাৎক্ষণিকভবে দেড় লাখ টাকার চেক তুলে দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন ভাঙা ঘর সরিয়ে নির্মাণ হবে পাকা বাড়ি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন রুপনা চাকমা নিজেই। তিনি লিখেছেন, আজকের দিনটা আমার  জন্য বিশেষ দিন। ডিসি স্যার নিজেই আমার বাড়িতে গিয়ে ১.৫ (দেড় লাখ) টাকার চেক মায়ের হাতে প্রদান করলেন এবং আমার ছোট্ট বেড়ার ঘরটি ভেঙে একটি নতুন পাকা ঘর করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আরও আমাদের গ্রামে বাঁশের ভাঙা সেতুটা নতুন করে পাকা করে দেওয়ার জন্য কথা দিয়েছেন। জানি না এইসব আমার পাওয়ার যোগ্য কি না, তবে আমি জীবন বাজি রেখে দেশের জন্য সুনাম বয়ে আনতে চাই। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে আমরা প্রতিনিধিত্ব করতে পেরেছি এবং শ্রেষ্ঠ গোল রক্ষক হিসেবে আমি নির্বাচিত হয়েছি। শুধু এখানে নয় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশের নারী ফুটবলকে আরও বড় আকারে প্রতিনিধিত্ব করতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat