×
সদ্য প্রাপ্ত:
শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো স্ক্র্যাপ বিক্রি বন্ধ করে দিয়েছে ফুলছড়ির উদাখালীতে ২০ মিটার আরসিসি' গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী একসঙ্গে ইউক্রেনের ৬ শহরে রাশিয়ার হামলা হিজাব পরা নারীদের সম্মানে বিশ্বের ‘প্রথম’ ভাস্কর্য যুক্তরাজ্যে গুরুতর জনস্বাস্থ্য সংকটের মুখে ইউরোপ মেসির ফেরার ম্যাচ জয়ে রাঙাল মায়ামি রাজকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি: পরীমণি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে : কৃষিমন্ত্রী নিকলীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৩৭৮ বার পঠিত
ক্রীড়া প্রতিবেদক : দেশে ফিরে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হলো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলকে। অভাবনীয় গণসংবর্ধনা পাওয়ার আগে বিমানবন্দরে অন্তত তিন ফুটবলারের ব্যাগ থেকে দেড় লাখ টাকার বেশি টাকা চুরি হয়ে গেছে। 
এই তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী ফুটবলার শামসুন্নাহার সিনিয়র। তার ব্যাগ থেকে চুরি হয়েছে ৪০০ ডলার। এ ছাড়া কৃষ্ণা-সানজিদার ব্যাগ থেকে চুরি হয়েছে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা। 

শামসুন্নাহার এই ঘটনায় হতবাক। তিনি বলেন, 'এটা তো অবাক হওয়ার মতো ঘটনা। এর আগে কখনও হয়নি এরকমটা। আমার ৪০০ ডলার হারিয়েছে। কৃষ্ণা-সানজিদার ৯০০ ডলার আর ৫০ হাজার টাকাও নেই।' 

চুরির কথা নিশ্চিত করেছেন আরেক ফুটবলার তহুরাও। যদিও তার ব্যাগ থেকে কিছু চুরি হয়নি। মুঠোফোনে তিনি বলেন, 'কৃষ্ণা আর সানজিদার ৯০০ ডলার একসঙ্গে ছিল। বড় শামসুন্নাহারের ৪০০ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় কৃ্ষ্ণার ব্যাগে ছিল ৫০ হাজার টাকা।'

এ ছাড়া তহুরা বিভিন্ন লাগেজের চেইন টানাটানি করে নষ্ট করে দেওয়ার অভিযোগ করেন, 'ঋতুর  লাগেজ টানাটানি করে নষ্ট করে দিয়েছে। এভাবে কয়েকটি ব্যাগ টানাটানি হয়েছে। একটা হ্যান্ড লাগেজ খুলে উল্টে রেখে দিয়েছিল।'

গতকাল চ্যাম্পিয়ন দল দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা পৌঁছান। বিমানবন্দর থেকে ঘণ্টাখানেক পর ছাদ খোলা বাসে করে রাওনা দেন বাফুফের উদ্দেশে। ঢাকার রাস্তায় প্রায় ৫ ঘণ্টা ঘুরে বাফুফে যান তারা। সেখানে তাদের বরণ করেন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।

চুরির ঘটনায় বেলা ১টায় সংবাদ সম্মেলন করবে বিমানবন্দর কর্তৃপক্ষ। অবশ্য এই বিষয়ে বাফুফের কাছ থেকে কোনও অভিযোগ তারা এখনও পায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat