×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২২-০৯-২৯
  • ৩০১ বার পঠিত
চট্টগ্রাম ব্যুরো : রেল শ্রমিকদের ১০ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান শ্রমিকবান্ধব সরকারের আমলে আমরা কখনো ভাবতে পারিনি আমাদের অধিকার হরণ করা হবে কিংবা আন্দোলন সংগ্রামে যেতে হবে। আমাদের ১০ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। শ্রমিকদের অধিকার সমুন্নত রাখতে আন্দোলন সংগ্রামের কোনও বিকল্প নেই। অনতিবিলম্বে আমাদের ১০ দফা মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লোকমান হোসেন, উপদেষ্টা অরুণ কুমার দাস, সহ-সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক  সাজ্জাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শামীম শাহরিয়ার পাপ্পু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু সুফিয়ান, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল আলম সাজ্জী, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম এবং চট্টগ্রামস্থ শাখাসমূহের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat