ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শুরু হয়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর সম্মেলন জি২০। মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেলন থেকে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে জোটকে সহায়তা করার পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্য হবে বলে আশা করা হচ্ছে।
জি২০ সম্মেলন শুরুর প্রাক্কালে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয় তিন ঘণ্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই বিশ্বনেতার এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন বিষয়ে পার্থক্য সত্ত্বেও দুই নেতা আরও ঘন ঘন যোগাযোগের প্রতিশ্রুতি দেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়ে চলার মধ্যে ধনী দেশগুলোর নেতারা অন্তত অর্থনৈতিক বিষয়গুলোতে একতাবদ্ধ হবেন বলে প্রত্যাশার কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
এ জাতীয় আরো খবর..