বিবিসি/আল জাজিরা : তৃতীয়বারের মতো চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন শি জিনপিং। এরপর তিনি চীনের সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন। দ্য হংকং পোস্টের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খবর দ্য প্রিন্টের।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনাবাহিনীকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর পরিপূর্ণ আনুগত্য দেখাতে বলা হয়েছে। যেকোনো সময় যুদ্ধে লিপ্ত হওয়ার মতো দক্ষতা অর্জন করতে হবে সেনাদের। সরকারের উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নে দক্ষতা ও আনুগত্য দেখাতে হবে তাদের।
চীনের নেতা সামরিক বাহিনীর লড়াই করার মানসিকতা, শক্তিমত্তা বাড়ানো এবং বিজয়ী হওয়ার মতো দক্ষতা বাড়ানোর দিকে জোর দিয়েছেন। সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় নিরাপত্তা, উন্নয়নের স্বার্থে যেকোনো নির্দেশনা মানতে বলা হয়েছে তাদেরকে।
এ জাতীয় আরো খবর..