চট্টগ্রাম ব্যুরো : "থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়ে গড়বো বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রত্যাশী সিমস্ প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা মিলানায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যান্যেদর মধ্যে উপস্থিত ছিলেন, প্রত্যাশী সিমস্ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম, ট্রেইনার রবিউল হোসেন কর্ণেল, উপজেলা সোশ্যাল মোবিলাইজার মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী, আবুল ফয়েজ, আবদুল বাসেত,জান্নাতুল মাওয়াসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এ জাতীয় আরো খবর..