ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। দুইবার জিতেছেন শিরোপা। এবার তিনি খেলতেই পারবেন না। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে রোববার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে নাম প্রত্যাহার করে নিলেন জাপানি তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনের টুইটার হ্যান্ডেলে এই ঘোষণা আসে, ‘নাওমি ওসাকা অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে গেলেন। আমরা এও২০২৩ এ তাকে মিস করবো। ওসাকার সরে দাঁড়ানোর কোনও কারণ জানানো হয়নি। এর আগে ইউএস ওপেন চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর কার্লোস আলকারেজ ডান পায়ের সমস্যায় নাম তুলে নেন। আমেরিকান তারকা ভেনাস উইলিয়ামসও ইনজুরির কারণে নাম প্রত্যাহার করেন।
গত বছর সেপ্টেম্বরে তলপেটের ব্যথায় টোকিওর একটি প্রতিযোগিতা থেকে সরে যান। তারপর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি, বিশ্ব র্যাংকিংয়েও নেমে যান ৪২ নম্বরে।
চারবারের গ্র্যান্ড স্লাম জয়ী ওসাকা এর আগে তার মানসিক স্বাস্থ্য নিয়ে ভোগান্তির কথা জানান। ২০২২ সালের পুরোটা সময় সেরা দশের বাইরে ছিলেন তিনি, ফ্রেঞ্চ ও ইউএস ওপেনে হেরে যান প্রথম রাউন্ডেই। গোড়ালির ইনজুরিতে খেলেননি উইম্বলডনে।
এ জাতীয় আরো খবর..