×
  • প্রকাশিত : ২০২৩-০১-১৭
  • ৩২১ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চলতি বছরের জুনে সেই ম্যাচটি খেলার প্রস্তাবনা দেওয়া হয়। অবশেষে বাফুফে আর্জেন্টিনার সম্মতি পেয়েছে। জুনেই ম্যাচ খেলতে ঢাকায় আসবে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

ঢাকায় এসে আর্জেন্টিনা কোন দেশের বিপক্ষে ম্যাচ খেলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বাফুফে সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে। সেগুলো নিয়ে কাজ করবে বাফুফে।

জুনের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সম্পূর্ণভাবে তৈরি করতে জাতীয় ক্রীড়া পরিষদকে অনুরোধ করে চিঠি দিচ্ছে বাফুফে। মেসিদের আর্জেন্টিনা ঢাকা এলে এটাই হবে বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের প্রথম বাংলাদেশ সফর।

এর আগে ২০১১ সালে আর্জেন্টিনা ঢাকায় ম্যাচ খেলে গেছে নাইজেরিয়ার বিপক্ষে। ওই প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল মেসির দল।

তবে তখন আর্জেন্টিনা ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন ছিল না। এবার মেসিদের ঢাকায় আগমন অন্যরকম উৎসবের রং ছড়াবে, সেটি আন্দাজ করা যাচ্ছে বেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat