বায়তুল হাসান, কাশিয়ানী প্রতিনিধি : বছরের প্রথম দিনেই সরকার কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে নতুন বই, তখন সেই বই বছরের প্রথম মাস জানুয়ারি তৃতীয় সপ্তাহে কেজি দরে বিক্রি করে দিলো স্কুলের প্রধান শিক্ষক সহ এক সহকারি শিক্ষক।এমন গুরুতর অন্যায়ের ঘটনা ঘটেছে কাশিয়ানী উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে। বস্তাবন্দি ও কাটুনে করাতর ঢেকে রাখা অবস্থায় পাওয়া যায় নতুন বই।বই কিনে স্কুল থেকে ফেরার পথে ধরা পরে এ বিষয়টি স্বীকার করেছেন হকার নিজেই, স্কুলের প্রধান শিক্ষক জগবন্ধু বিশ্বাস ও সহকারী শিক্ষক বই বিক্রির সাথে জড়িত। হকার জানান স্কুলে বইগুলো দুই শিক্ষক আমার কাছে ৩০ টাকা দরে বিক্রি করেন।
বই বিক্রি করে তারা তালা লাগিয়ে চলে যান। স্হানীয় লোকজন হকারকে জিজ্ঞাসা ঐ দুই শিক্ষকের কথা স্বাীকার করেন।পরবর্তীতে হকারের ভ্যান তল্লাশি করে চলতি বছরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির নতুন বই সহ পুরাতন বই পাওয়া যায়, বইগুলির মধ্যে বাংলা, ইংরেজি, গণিত,বিজ্ঞান, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা সহ শ্রেণী পাঠ্যকপুস্তক বই জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করে স্হানীয় লোকজন।পরবর্তীতে নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সাথে কথা হলে তিনি বলেন উদ্ধার কৃত বই জব্দ করে হেফাজতে রাখা হয়েছে প্রধাঅন শিক্ষক সহ জড়িতদের আগামীকাল উপজেলায় ডাকা হবে। এবং বই বিক্রি স্কুলের প্রধান শিক্ষক সহ যারা জড়িত তাদের জবাবদিহির মাধ্যমে আইননুযায়ী ব্যবস্হা গ্রহন করা হবে। তিনি আরো জানান সরকারি নতুন কিংবা পুরাতন বই কোনোটাই এভাবে বিক্রি করে দেয়ার কোনো নিয়ম নেই। যদি কেউ এ কাজ করে থাকে তবে তা তদন্ত করে দেখা হবে এবং দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ জাতীয় আরো খবর..