স্টাফ রিপোর্টার : বাবার অসুস্থ্যতার জন্য সংসারের হাল ধরতে রাস্তায় ফ্লাক্স হাতে নিয়ে চা বিক্রি করে জিপিএ-৫ জয়ী সৌরভ পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার ঘর। সোমবার(২৩ জানুয়ারি) বিকেলে বাড়ি পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-আমিন সরকার, সাংবাদিক মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ। সৌরভ কুমার শীলকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তার পাশে দাঁড়ান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি। পরে গত শনিবার(৩ ডিসেম্বর) সিংড়ায় প্রতিমন্ত্রীর নিজস্ব বাসভবনে শিক্ষার্থী সৌভর তাঁর বাবা-মাকে ডেকে নিয়ে পরিবার ও তাঁর বাবার শারীরিক অসুস্থ্যতার খোঁজখবর নেন।
প্রতিমন্ত্রী পলক সৌরভের লেখাপড়ার দায়িত্ব নেন এবং সৌরভের হাতে একটি ল্যাপটপ তুলে দেন। পরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের আশ্বাস দেন তিনি। সৌরভ কুমার শীল নাটোর জেলার সিংড়া দমদমা পাইলট স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং সিংড়া পৌর শহরের বাস টার্মিনাল এলাকার মাদারীপুর গ্রামের শ্যামল কুমার শীল ও স্বপ্না রানী শীলের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, রাস্তায় ফ্লাক্স হাতে নিয়ে চা বিক্রি করে সংসারের হাল ধরার পাশাপশি এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে সৌরভ। তার বাবাও অসুস্থ্য অবস্থায় চা বিক্রি করে সংসার চালান। তারা সরকারি জায়গায় জীর্ণশীর্ণ একটি ঘর তুলে সেখানে বসবাস করেন। প্রতিমন্ত্রী পলক মহোদয়ের নির্দেশে সৌরভের পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে। শীঘ্রই ঘর নির্মাণের কাজ শুরু হবে।
এ জাতীয় আরো খবর..