দিনাজপুর প্রতিনিধি ঃ স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচি এর বাস্তবায়নে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে লেপ্রা বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় কুষ্ঠ রোগ নিয়ন্ত্রনে গনসচেতনতার উপর সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘‘এখনি কাজ করি কুষ্ঠ রোগ নিয়ন্ত্রন করি” এই প্রতিপাদ্য বিষ কে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার ২৬.০১.২০২৩ইং দিনাজপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে কুষ্ঠ রোগ নিয়ন্ত্রনে গনসচেতনতার উপর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠানের সন্মানিত অতিথি দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেছিলেন ২০৩০ সালের পর এ দেশে কোন কুষ্ঠ রোগ থাকবে না। আমাদের স্বাস্থ্য বিভাগ আজকে এই রোগ নিয়ন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলি কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। বিশে^ ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।
বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ময়নুল হক। সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায় স¦াগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের যক্ষা ও কুষ্ঠরোগ বিষয়ক প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আব্দুর রাজ্জাক ও ধানজুড়ী কুষ্ঠ নিয়ন্ত্রন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার আগাপিত টুডু। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেন কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আজকের এই আয়োজন। এই রোগে আক্রান্ত ব্যাক্তিদের সাহয্যে করা ও জনবিছিন্ন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সমাজে গ্রহন করে চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা এবং সমাজ থেকে সর্বপ্রকার কুষ্ঠজনিত কুসংস্কার দূরীকরণেই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। ২০৩০ সালের মধ্যে আমরা কাঙ্খিত লক্ষ্যে পোঁছাতে পারব। নিয়মিত চিকিৎসায় এই রোগ সম্পূর্ণ নিরাময় যোগ্য। উক্ত মত বিনিময় সভায় দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন। ভিডিও প্রদর্শনের মাধ্যমে তথ্য ভিত্তিক আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহম্মেদ রাসেল।
এ জাতীয় আরো খবর..