সিএনএন/নিউইয়র্ক টাইমস : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যান্সার শনাক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (৮০)। তবে চিকিৎসকরা সফলভাবে সেই ক্যান্সার টিস্যু অপসারণ করেছেন। গত মাসেই তার বুকে ওই ক্যান্সার টিস্যু শনাক্ত হয়েছিল। সেটি সরিয়ে ফেলার পর এখন আর তার কোনো চিকিৎসার প্রয়োজন নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
খবরে বলা হয়, তার এই স্বাস্থ্যের অবস্থার কারণে এখন চিকিৎসকদের নজরদারিতে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। ৮০ বছর বয়সী বাইডেন ফেব্রুয়ারি মাসে ওই শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যান। হোয়াইট হাউজ জানিয়েছে, পরীক্ষায় দেখা গেছে বাইডেন তার দায়িত্ব পালনের জন্য পুরোপুরি সুস্থ আছেন। বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গণমাধ্যমে পাঠানো একটি নোটে বলেছেন, গত ১৬ই ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়েছে। এ নিয়ে আর কোনো পরবর্তী চিকিৎসার প্রয়োজন পড়বে না। ক্ষতিগ্রস্ত স্থান ভালোভাবে শুকিয়ে গেছে। এছাড়া যে ধরনের ক্যান্সার টিস্যু পাওয়া গেছে তা সাধারণত ছড়িয়ে পড়ে না। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) বলছে, ব্যাসাল ও স্কোয়ামাস সেল কার্সিনোমা যুক্তরাষ্ট্রে ত্বকের ক্যান্সার দুটি সবচেয়ে সাধারণ রূপ।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৩৬ লাখ মানুষের এ ক্যান্সার শনাক্ত হয়। এটি ধীরগতিতে ছড়ায়, নিরাময়যোগ্য এবং শুরুতেই চিকিৎসা নিলে কোনো আশঙ্কা থাকে না। তবে মেলানোমা জাতীয় সেল সাধারণত শরীরের এক অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে।
এর আগে গত জানুয়ারি মাসে ফার্স্ট লেডি জিল বাইডেনের শরীর থেকেও তিনটি টিস্যু সরিয়ে দেয়া হয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পূর্বেও এ ধরনের ক্যান্সার টিস্যু রিমুভাল সার্জারির মধ্য দিয়ে গেছেন তিনি। চিকিৎসকরা বলছেন, ত্বকের ক্যান্সার থেকে রক্ষা পেতে সকলের উচিত রোদ এড়িয়ে চলা কিংবা সানস্ক্রিন ব্যবহার করা। এমনকি শীত কালেও এটা করা প্রয়োজন। বাইডেনের বড় ছেলে ২০১৫ সালে ব্রেইন ক্যান্সারে মারা যান।
এ জাতীয় আরো খবর..