# শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন
# ১৩০ কিলোমিটার দীর্ঘ নেটওয়ার্ক
সাঈদ আহাম্মেদ খান : বছরের পর বছর ধরে ভারত থেকে ডিজেল আসতো বাংলাদেশে রেল পরিবহনের মাধ্যমে। এবার সরাসরি পাইপলাইনের মাধ্যমে আসবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৮ই মার্চ উদ্বোধন করবেন ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করবেন এই পাইপলাইন। এর ফলে ভারত থেকে সরাসরি বাংলাদেশে ডিজেল আসবে।
জ্বালানি তেল সরবরাহে আর কোনও অসুবিধা থাকলো না। যদিও ১৩০ কিলোমিটারের এই পাইপলাইনের ৫ কিলোমিটার পড়ছে ভারত ভূখণ্ডে। বাকি ১২৫ কিলোমিটারই বাংলাদেশে। তাতে সাজ সাজ রব এখন ভারতে। এখন পাইপলাইনের খুঁটিনাটির কাজ চলছে। শুধু পাইপলাইন বসানোই নয়, ভারত সম্মত হয়েছে বাংলাদেশ সীমান্তের ১৫০ গজের মধ্য যে কোনও নির্মাণ কাজে। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী বাংলাদেশ সীমানার মধ্যে কোনো কিছু নির্মাণ করতে পারতো না। ভারত আর একটি বিষয়ে সম্মত হয়েছে, তা হলো সীমান্তে জিরো কিলিং নীতি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশ অত্যন্ত সম্মানীয় প্রতিবেশী। তাদের সঙ্গে সুসম্পর্ক রাখাটাই ভারতের নীতি। উল্লেখ্য, জি-২০ সামিটের সাইডলাইনে বালাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বেশ কয়েকটি বৈঠক হয়েছে বলে জানান জয়শঙ্কর।
এ জাতীয় আরো খবর..