স্টাফ রিপোর্টার : গত ১৪ বছর ধরে রশি টানাটানি করে বিএনপির কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ভিত অনেক গভীরে প্রোথিত। গত ১৪ বছর ধরে বিএনপি এই রশি ধরে টানাটানি করছে। কিন্তু টানাটানি করতে গিয়ে তারা বারবার ছিঁড়ে পড়ে গেছে। তিনি বলেন, বিএনপি তো ১০ ডিসেম্বরও রশি ধরে টান দিয়েছিল। কিন্তু সেই রশি ছিঁড়ে তাদের কোমর ভেঙে গেছে। এখন আবার টান দিতে গেলে তাদের কোমর আরও ভেঙে যাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির চেঁচামেচির পরও গণতন্ত্রচর্চার সূচকে বাংলাদেশ এগিয়েছে। তার মানে বাংলাদেশে গণতন্ত্রচর্চা অব্যাহত আছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সব ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে। হাছান মাহমুদ বলেন, বিএনপির তো অভ্যন্তরীণ গণতন্ত্রই নেই। তাদের সর্বশেষ সম্মেলন কখন হয়েছে, সেটা তারা নিজেরাও বলতে পারেন না। এক কলমের খোঁচায় বিএনপিতে নেতা হয়, আবার কলমের খোঁচায় বাদ যায়।
তিনি বলেন, বিএনপি যদি গণতন্ত্রচর্চা করতো বা সহায়ক ভূমিকা রাখত তাহলে গণতন্ত্র সূচকে বাংলাদেশ আরও অনেক ধাপ এগিয়ে থাকতো।
এ সময় ড. ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের বিবৃতিকে একটি বিজ্ঞাপন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ওয়াশিংটন পোস্টে প্রায় কোটি টাকা খরচ করে ৪০ জনের নামে একটি বিজ্ঞাপন ছাপানো হয়েছে। বিজ্ঞাপন আর বিবৃতির মধ্যে পার্থক্য আছে।
এ জাতীয় আরো খবর..