স্টাফ রিপোর্টার : বাংলাদেশে বিদ্যুৎ-জালানিসহ তিন খাতে বিনিয়োগে আগ্রহী চীন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের আলোচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ সম্মেলনে প্রথম দিন চীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বিজনেস সামিটের আয়োজন করেছে। বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বড় রপ্তানিকারক দেশের একটি। তারা বলছে, বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চাই। আমরা বলেছি, তোমাদের জন্য সবকিছু খোলা আছে; তোমরা এসে দেখ, আমাদের এখানে অনেকগুলো আইটেম আছে। যেখানে বিনিয়োগ করলে তোমাদের জন্য (চীনের জন্য) ভালো হবে। টিপু মুনশি বলেন, গত ৪০ বছর ধরে চীন থেকে আমদানি করছি, এখন চীন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে।
আর এজন্য তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছি। এ সময় বিদ্যুৎ-জ¦ালানি, এগ্রো প্রসেসিং এবং ই-কমার্স খাতে বিনিয়োগ করবে বলে জানিয়েছে চীন। তারা বলেছে, আমরা ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশে এসেছি। তারা বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে আলোচনা করবে। তারপর বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এদিকে, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভুটানের সঙ্গে চলতি মাসে ট্রানজিট চুক্তি হবে বলে জানিয়ে টিপু মুনশি বলেন, আগামী ২১ মার্চ ভুটানে যাবো, ওই সময়েই এ চুক্তি হবে। এর আগে ভূটানের সঙ্গে ট্রানজিট চুক্তির বিষয়টি আগামী কেবিনেট বৈঠকে চূড়ান্ত হবে। এছাড়া, ভুটানের আমাদের কাছে নদীপথের বিষয়ে দুটি প্রস্তাব ছিল সেটিও আমরা ওকে করে দিয়েছি। ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। ভুটান ছোট দেশ হলেও আমাদের নিয়ে তারা সবসময়ই পজিটিভ। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে এ সামিটের আয়োজন করে সংগঠনটি। যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৭ দেশের ২০০টিরও বেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা শীর্ষ এ সম্মেলনে অংশ নেন।
এ জাতীয় আরো খবর..