মোঃ আজিনুর রহমান, নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে কানযুল উলুম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কুইজ ও হুসনে সাউত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা শহরের নিলামপট্টিতে কানযুল উলুম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ক্যাম্পাসে কুইজ ও হুসনে সাউত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি, মাও: মহিউদ্দিন। মুফতি আবু সাঈদের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুফতি এ'তেসাম বিল্লাহ মাসুম। অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবু হানিফা, মাও: মোস্তাক আহমেদ, শিক্ষক কোহিনুর হোসেন, রাজ মাহমুদ, মাও: আমির হামজা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, আলেম-ওলামা, সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
অত্র মাদ্রাসার পরিচালক ক্বারী হাসান মাহমুদ বলেন, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা হিফজ ও জেনারেল বিভাগে মাদ্রাসাটি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। আমি সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ জাতীয় আরো খবর..