বিশেষ প্রতিনিধি : র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম তার সাহসিকতার স্বীকৃতি স্বরুপ র্যাব ডিজি পদকে ভূষিত হয়েছেন। গত ২০ মার্চ র্যাব সদর দফতরে আভিযানিক বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ বগুড়ার কৃতিসন্তান মো. রবিউল ইসলাম কে র্যাব ডিজি(সাহসিকতা) পদক পরিয়ে দেন মহাপরিচালক এম খুরশিদ হোসেন।
তিনি ২০১৮ সালে ৩৬ তম বিসিএস (আনসার) ক্যাডারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন।২০২০ সালে র্যাবে যোগদানের পুর্বে সহকারী জেলা কমান্ড্যান্ট হিসেবে রাজশাহীতে কর্মরত ছিলেন।অত্যন্ত কর্ম-চঞ্চল ও নিরলস ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে তার ভূয়সী প্রশংসা বাহিনীর সর্বত্রে স্বীকৃত। চৌকস ও বিচক্ষণ হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বে সাফল্য এনে দেয়। আনসার ও ভিডিপি'র ৪০ তম জাতীয় সমাবেশে তিনি প্যারেড এ্যাডজুটেন্ট হিসাবে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে ক্যারিয়ারে বিরল সম্মান অর্জন করেন।
তথ্য সূত্র বলছে - ২০২০ সালে র্যাব-৮ এ যোগদানের পর থেকে তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। গত আড়াই বছরে তিনি বহু মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন। তার মেধাবী ও বলিষ্ঠ নেতৃত্বে উদঘাটিত হয় বহু ক্রুলের হত্যাকাণ্ডের রহস্য। তিনি অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধী আটকে চৌকস ভূমিকা রাখায় উপকূলীয় অঞ্চলের বিভিন্ন ডাকাত বাহিনীর মুল হোতাদের গ্রেফতারে আশানুরূপ সাফল্য এসেছে।
সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম এর পিতা আব্দুল মতিন সরকার ও মাতা রেজিয়া বেগমের তিনি কনিষ্ঠ পুত্র। তার বাড়ি সারিয়াকান্দি উপজেলার নারচী গ্রামে। পড়ালেখা করেছেন কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। পদক প্রাপ্তি প্রসঙ্গে তিনি জানান, আমি সবসময় চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করার। এ সাফল্য ও কৃতিত্ব র্যাব-৮ এর সকল সদস্য ও আমার পরিবারের। তাদের সহযোগিতা ও ত্যাগ আমাদের সকল কাজকে সহজ করে দেয়। তিনি ধন্যবাদ জানান র্যাব-৮ এর অধিনায়ক মহোদয়কে। তার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য সকলের দোয়া প্রার্থনা করেন তিনি।
উল্লেখ্য এ বছর সাহসিকতা ও সেবায় র্যাবের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ডিজি (সাহসিকতা) পদক ৩৫ জন এবং ডিজি (সেবা) পদক ৫০ জন পেয়েছেন।
এ জাতীয় আরো খবর..