×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ১৩৩৭ বার পঠিত
রিপন সারওয়ার মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছায় স্কুল ছাত্রীকে বিয়ে করায় গৃহ শিক্ষক গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারগাঁও গ্রামে। বিবরণে জানাযায়, মুক্তাগাছা উপজেলার সোনারগাঁও গ্রামের মৃত ইউসুফ আলী জোয়াদ্দারের কন্যা দশম শ্রেণির ছাত্রীর গৃহশিক্ষক সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মেহেদী হাসান জেয়াদ্দার (৩২)। ছাত্রীকে পড়ানোর সুবাধে একপর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ২২ ডিসেম্বর গোপনে ময়মনসিংহ কোর্টে এফিডেভিট করে এবং ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায় আজাহারুল ইসলাম নামে এক কাজীর কাছে গিয়ে কাবিন মূলে বিয়ে করে।

গত বুধবার সকালে মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মেহেদী হাসান। বিষয়টি এলাকায় জানাজানি হলে মেয়ের মা ইসমত তারা বাদি হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার করে ও মেহেদী হাসানকে গ্রেফতার করে।

উল্লেখ্য মেহেদী হাসান ইতোপূর্বে আরও দুইটি বিয়ে করে এবং তার দ্বিতীয় স্ত্রীর ঘরে একটি সন্তান রয়েছে। প্রথম স্ত্রী ওই বিদ্যালয়ের ছাত্রী ছিলেন প্রেমের সম্পর্কে বিয়ে হলেও পরে ছাড়াছাড়ি হয়ে যায়।

এব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, মেয়ের মা ইসমত তারা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার করে ও মেহেদী হাসানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat