×
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৭৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার : দেশের মানুষের ওপর আস্থা ও রাজনৈতিক পরিস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করে শ্রীলংকার ব্যবসায়ীরা বাংলাদেশে ৪৫০ কোটি মার্কিন ডালার বিনিয়োগে করার আগ্রহের কথা জানিয়েছেন। গতকাল শুক্রবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রীলংকার বন্দর, নৌপরিবহন ও বিমান পরিবহন মন্ত্রীসহ শ্রীলংকার একটি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন থেকে এ কথা জানানো হয়। বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শ্রীলংকার বন্দর, নৌপরিবহন ও বিমান পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী নিমালল সিরিপালা ডি সিলভা (ঘরসধষ ংরৎরঢ়ধষধ ফব ংরষাধ) নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

সংবাদ সম্মেলনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শ্রীলংকা এবং বাংলাদেশের সমুদ্রসীমা ব্যবহারে আমরা কীভাবে কাজ পারি সেই বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের পরবর্তী সেক্রেটারিয়েট মিটিংয়ে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট চূড়ান্ত হবে বলে আশা করছি। কলম্বো সমুদ্র বন্দরকে আমরা আরো বেশি কাজে লাগানোর সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশেও তারা বিনিয়োগ করতে চান। তারা পায়রা সমুদ্র বন্দর ভিজিট করবেন। শ্রীলংকার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। আমরা দুই দেশ যেন একসঙ্গে এগিয়ে যেতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে শ্রীলংকার বন্দর, নৌপরিবহন ও বিমান পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী নিমালল সিরিপালা ডি সিলভা বলেন, আজ আমাদের অত্যন্ত ফলপ্রস্ ূআলোচনা হয়েছে। শীঘ্রই কলম্বোতে যৌথ সেক্রেটারিয়েট মিটিং অনুষ্ঠিত হবে। আশা করি সেখানে দুই দেশের কোস্টাল শিপিং বিষয়ে চূড়ান্ত হবে। বাংলাদেশের জাহাজগুলো কলম্বো সমুদ্র পোর্টে অগ্রাধিকার দেওয়া হবে। নিমালল সিরিপালা ডি সিলভা আরো বলেন, শ্রীলংকার উদ্যোক্তা এবং বিনিয়োগকারী বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সাড়ে চার বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে চান। আমাদের বিনিয়োগকারীরা এ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনেক সন্তুষ্ট। বাংলাদেশের মানুষের ওপরে যথেষ্ট আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বৈঠকে উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat