×
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৫
  • ৬৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার : টিসিবির জন্য ২৫৭ কোটি ৪৪ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ১ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দেশীয় সিটি এডিবল অয়েল কোম্পানি থেকে ১৮২ টাকা ৬৫ পয়সা লিটার দরে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার ৭০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।

এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন (স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেড) থেকে ১৪০ টাকা লিটার ধরে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকার ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান। এর আগে, গত ১৭ মে যুক্তরাষ্ট্র থেকে ৮২ টাকা ৮৫ পয়সা লিটার দরে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকার ১২ হাজার ৫০০ টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat