×
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৫
  • ৪৮ বার পঠিত
শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা : দুই হাত নেই। তবুও ধমে যায়নি ফেনীর ছোট্ট শিশু আবদুল্লাহ আল মোনায়েম। সে পা দিয়ে ছবি এঁকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে আব্দুল্লাহ আল মোনায়েম। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ হস্তান্তর করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান এনডিসি।

গত ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর দপ্তরের ঈদের শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে আবদুল্লাহর আঁকা ছবি। বঙ্গবন্ধু ও গ্রামবাংলাকে নিয়ে আঁকা ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। এর পর ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে আবদুল্লাহর পরিবারের অস্বচ্ছলতার বিষয়টি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারস্বরূপ নগদ এক লাখ টাকা পুরস্কার ও আড়াই শতাংশ জমির ওপর একটি আধা পাকা টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়া হয় মোনায়েমের পরিবারকে।

আব্দুল্লাহ আল মোনায়েম দাগনভূঞা একাডেমীর ৭ম শ্রেনীতে পড়ে ও দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের ছাত্র। এসময় ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মো. বাতেন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, সহকারী কমিশনার ভূমি) মেহেরাজ শাবরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, সমাজের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সাংবাদিক সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat