গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গোয়ালগ্রাম আলিয়া মাদ্রাসা থেকে কুমুরিয়া বাজার পর্যন্ত ২ কিমি ১২০মিটার সড়ক নির্মান করা হচ্ছে, সিডিউল অনুযায়ী গত ১৯/০৬ ২০২২ তারিখে শুরু হয়েছে অদ্যবদি পর্যন্ত মন্থর গতিতে কাজ চলমান থাকলে ও ৫% কাজ ও সম্পন্ন হয়নি। সরেজমিনে দেখা যায় সড়কটির উঁচু স্তর থেকে প্রায় ১০ ফুট গভীর খনন করা হয়েছে ১ কিলোমিটার পথ।আধা কিলোমিটার মাটি দিয়ে ৩ এর ২ অংশ এবং প্রায় ১ কিলোমিটার বালু দিয়ে ভরাট করা হয়েছে। এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানের কোন শ্রমিককে রাস্তার কাজ করতে দেখা যায়নি।
স্থানীয় কৃষকেরা জানান, যাতায়াতের জন্য একটি মাত্র সড়ক রয়েছে জাহা দির্ঘদিন ধরে সড়কটি খুঁড়ে রাখায় স্থানীয় প্রায় ৫০পরিবার সহ স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি, ও জনদুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কের দু'পাশে বৃহৎ দুটি ফসলি মাঠ রয়েছে যেখানে রয়েছে পাকা ব্রী ধান যা মাথায় করে ক্ষেতের ফসল ঘরে তুলতে তিনগুণ পারিশ্রমিক গুনতে হচ্ছে,গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প এর আওতায় তিন কোটি উনিশ লক্ষ বাইশ হাজার নয়শত বাইশ টাকা বরাদ্দের এই কাজটি আগামী ১৮/৬/২০২৩ তারিখের মধ্য সমাপ্ত হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান এর উদাসীনতা ও অবহেলায় বিলম্ব হচ্ছে এই সড়কের কাজ।এ বিষয়ে এলজিইডি উপজেলা কর্মকর্তা প্রকৌশলী মোরশেদুল ইসলাম বলেন ঠিকাদার প্রতিষ্ঠানকে অফিশিয়াল ভাবে নটিশ করে কাজের অগ্রগতির জন্য তাগিদ দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..