তিতাস(কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লার তিতাসে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওসমান গনী ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।
উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা,ভিপি আক্তারুজ্জামান,এমদাদ হোসেন আকন্দ,মোয়াজ্জেম হোসেন মুন্সি, কাজী কবির হোসেন সেন্টু,ডা: গোলাম জিলানী,আশরাফুল আলম,মুন্সি আমিরুল ইসলাম মানিক,রুবি ইসলাম,আব্দুস সালাম মেম্বার,সদস্য-সাদেক হোসেন সরকার,তোফায়েল হোসেন খান,মোঃ হেলাল ভূঁইয়া,দেলোয়ার হোসেন দারোগা, আক্তারুল হক মাষ্টার,ফরিদ সরকার,জহিরুল ইসলাম, সাইদুল ইসলাম সরকার বিজয়,মুকবল সরকার কবির হোসেন প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো:আলী হাসান মোল্লা,মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম ভূঁইয়া বাবুল,কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাবিকুল ইসলাম,
উপজেলা যুগ্ম আহবায়ক আবুল খায়ের টিপু, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ শাহজাহান সওদাগর,সদস্য সচিব, দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফারুক হোসেন,সদস্য সচিব ইসলাম হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর..