×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৮
  • ১২৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার : গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম শুক্রবার গভীর রাতে বরিশাল সিটি নির্বাচনে ভোটের সময় হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী ফয়জুল করীমের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন বলে জানা গেছে। গতকাল শনিবার সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরে।
জানা গেছে, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এ নেতা গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে এসেছিলেন।

এ তথ্যের সত্যতা স্বীকার করে চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলন মহানগরের সভাপতি এসএম সানাউল্লাহ বলেন, ‘রাত ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরীফে এসে পৌঁছান। এক ঘণ্টা তিনি এখানে অবস্থান করেছিলেন। 
তিনি বরিশাল সিটি নির্বাচনের প্রার্থী মুফতি ফয়জুল করীমের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। জাহাঙ্গীর আলম ও মুফতি ফয়জুল করিম একান্তে কথা বলেছেন।’ তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সেই বিষয়ে কিছু জানা নেই উল্লেখ করে সানাউল্লাহ বলেন, ‘মুফতির কক্ষ থেকে বেরিয়ে জাহাঙ্গীর আলম গাজীপুরে ফিরে গেছেন।’ এ বিষয়ে জানতে চাইলে মুফতি ফয়জুল করিম বলেন, ‘নির্বাচনের দিন হামলায় আমার আহত হওয়ার খবর শুনে তিনি আমায় দেখতে এসেছিলেন। কুশল বিনিময় ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি আবার চলে গেছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat