মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর(মেঘশিমুল) ও পশ্চিম দাশড়া এলাকায় ২ আগস্ট বুধবার বেলা ২ ঘটিকায় , পৃথক দুই অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এসময় তাদের সাথে থাকা অনুমান ৫ লক্ষ ৮০ হাজা টাকা বাজারমূল্যের ৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মেঘশিমুল এলাকা হতে জাগির গ্রামের মোঃ মোতাহার মিয়ার ছেলে লাভলু মিয়া (৩০) এবং ঐ একই গ্রামের হাকিম আলীর ছেলে লাল মিয়া (৪২) দ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পশ্চিম দাশড়া এলাকার ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের দক্ষিণ পাশে হানিফ এর চায়ের দোকানের সামনে হতে আইয়ুব বিশ্বাস (৩০)কে ১৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আইয়ুব বিশ্বাস মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ছোট কালিয়াকৈর গ্রামের হযরত বিশ্বাসের ছেলে। আইয়ুব বিশ্বাস মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার জনৈক রমজানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করিত।
এ জাতীয় আরো খবর..