×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৪১ বার পঠিত
এম.এ.জলিল রানা,জয়পুরহাট : জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২। জেলার পাঁচবিবি উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

সোমবার (৭ আগস্ট) বগুড়ার পৌর শহরের বটতলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ জয়পুরহাট এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন-নওগাঁ জেলার বদলগাছি উপজেলার দূর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে হাসনাইন হোসেন তমাল (২০)ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের পাঞ্জাবের ছেলে বায়োজিদ হোসেন (২৩)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন,গত ২ আগস্ট বিকেল আনুমানিক ৪টার দিকে তমাল এক ছাত্রীকে দেখা করার কথা বলে হিলি থেকে পাঁচবিবি পৌর পার্কে নিয়ে আসে।মেয়েটি দেখা করতে এলে তমাল সন্ধ্যা ৭টার দিকে বায়োজিদ ও অজ্ঞাত আরও কয়েকজনের সহযোগিতায় তাকে পাঁচবিবি পৌর শহরের নওদাপাড়া এলাকার একটি নির্জন বাড়িতে নিয়ে যায়।পরে রাত গভীর হলে তমাল মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।এর এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। সকালে জ্ঞান ফিরলে আসামিরা তাকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়।

মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনার বিস্তারিত জানালে ভিকটিমের পরিবার রোববার (৬ আগস্ট২০-২৩) বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে র‌্যাব-৫ জয়পুরহাট তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করতে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।  

এক পর্যায়ে অভিযুক্তরা তাদের স্থান পরিবর্তন করে বগুড়া চলে যায়।পরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা ২ জনকে বগুড়ার বটতলী থেকে সহযোগীসহ মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে গ্রেফতারকৃতদের পাঁচবিবি থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।
এম.এ.জলিল রানা,জয়পুরহাট:০৭ আগষ্ট ২০২৩। মোবাইল নম্বর:০১৯৩১-৩৮৩৪৬৬।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat