বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ ৪ বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরে তাক লাগিয়ে দেন এই অভিনেতা। তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’। এ সিনেমা নিয়েও ভক্তদের উন্মদনার শেষ নেই।
শাহরুখ খান মাঝে মাঝে টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ‘জওয়ান’ মুক্তির আগেও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। এ আলোচনায় এক ভক্তের প্রশ্ন ও শাহরুখের উত্তর নিয়ে জোর আলোচনা চলছে নেটদুনিয়ায়। সোহেল উদ্দিন নামে এক ভক্ত পরামর্শ চেয়ে বলেন, ‘‘স্যার বউকে নিয়ে ‘জওয়ান’ দেখতে যাওয়ার প্ল্যান করেছি। কিন্তু প্রত্যেকবার বউ দেরি করিয়ে দেয়। ‘পাঠান’ দেখতে যাওয়ার সময়ও এ কাজ করেছিল। কোনো টিপস দিন, যাতে সঠিক সময়ে ‘জওয়ান’ দেখতে পৌঁছাতে পারি।’’
উত্তরে মজা করে কিং খান বলেন, ‘‘বন্ধুরা, বউকে নিয়ে সমস্যা সমাধানের প্রশ্ন দয়া করে আর করবেন না! আমি তো নিজের সমস্যা সামলে উঠতে পারছি না আর আপনারা আপনাদের সমস্যাও আমার উপর চাপিয়ে দিচ্ছেন। সমস্ত বউয়েরা দয়া করে কোনো চাপ না নিয়ে ‘জওয়ান’ দেখতে যান।’’
‘জওয়ান’ সিনেমা পরিচালনা করছেন তামিল সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি।
এ জাতীয় আরো খবর..