×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ১০৪ বার পঠিত
ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তান থেকে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।

জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলামের বরাত দিয়ে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন শান্ত। 

ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘শান্ত ব্যাটিংয়ের সময় হ্যামস্টিং ইনজুরিতে ভোগার কথা জানায়। সে ফিল্ডিং করতে পারেনি। এমআরই স্ক্যানের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি। শান্ত টুর্নামেন্টের বাকি অংশে অংশগ্রহণ করবে না। সে দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবে।’

এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে হাঁকান সেঞ্চুরি (১০৪)। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ১৯৩ রান নিয়ে শান্ত সবার উপরে অবস্থান করছেন।

ইন-ফর্ম শান্তর ছিটকে যাওয়া দলের জন্য বড় ক্ষতি। তবে জ্বরে ভোগা লিটন দাস দলের সঙ্গে যোগ দেওয়ায় কিছুটা স্বস্তি পাবে টিম ম্যানেজম্যান্ট। এশিয়া কাপে ১৭ জনের স্কোয়াড চূড়ান্ত থাকায় লিটনের অন্তর্ভূক্তি নিয়ে অনিশ্চয়তা ছিল। শান্ত ছিটকে যাওয়ায় এখান আর কোনো বাঁধা নেই। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat