স্টাফ রিপোর্টার : সরকার পতনের এক দফা দাবিতে গতকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে গণমিছিল করে বিএনপি। এতে যোগ দেয় রাজধানীর দুই সিটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে আলাদা আলাদাভাবে মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে মিছিল মিলিত হন নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু করে। আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এ জাতীয় আরো খবর..